Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটি টাকা আত্মসাৎ: বিডিডিএল হাউজিংয়ের এমডি’র দোষ স্বীকার

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ২০:৩৫

ঢাকা: গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ গ্রেফতার বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুল হক সরকার ওরফে ফুলু সরকার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৬ জুন) দুইদিনের রিমান্ড শেষে হাবিবুল হক সরকারকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই‘র এসআই এম. এম. বদরুল হায়দার। এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

বিজ্ঞাপন

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রশিদ তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে প্রায় ২০০ গ্রাহকের কাছ থেকে প্লট কেনার টাকা নিয়ে তা বুঝিয়ে না দিয়ে প্রতিষ্ঠানটি এ টাকা আত্মসাৎ করেছে। এই ঘটনায় গত ১৩ জুন হাবিবুল হক সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে ১১ গ্রাহকের কাছ থেকে ১০ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আজিজুল কবীর নামে এক ব্যবসায়ী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাবিবুল হক সরকার ওরফে ফুলু সরকারকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী এক গ্রাহক সায়েদ আহম্মেদ সিদ্দিকী বলেন, ‘বিডিডিএল নতুনধারা হাউজিং লিমিটেডের কাছ থেকে চারটি প্লট নিয়েছিলাম। ৯/১০ বছর আগে আমরা টাকা পরিশোধ করেছি। কিন্তু আমরা জমি পাচ্ছি না। আমাদের সঙ্গে নয়-ছয় করছে তারা। দেবে দেবে বলেও জমি দিচ্ছে না। আমার মতো ২০০ গ্রাহকের কাছ থেকে ২০০ কোটি টাকার ওপরে তারা টাকা নিয়ে বিদেশে পাচার করেছে। ২০০ পরিবার এখন রাস্তায় বসে গেছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রতারকদের কাছ থেকে আমরা পরিত্রাণ চাই। সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্য চান তারা। প্লট, টাকা ফেরত চাই। ওদের সাজা চাই আমরা।’

সারাবাংলা/এআই/একে

প্রতারণা বিডিডিএল হাউজিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর