পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলার আসামি অমির ২ সহযোগী রিমান্ডে
১৬ জুন ২০২১ ১৮:১৬ | আপডেট: ১৬ জুন ২০২১ ১৮:৩০
ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির দুই সহযোগী বাছির মিয়া ও মশিউর রহমানের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৬ জুন ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আফতাব উদ্দিন দুই আসামিকে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট আইনে দায়ের করা মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানি নিয়ে দুই দিন করে রিমান্ড মঞ্জর করেন।
এদিকে আসামিদের পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, ‘তারা মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। তাদের এজেন্সির বৈধ লাইসেন্স ও ট্রেডলাইসেন্স আছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। হয়রানি করতে উদ্দেশ্যেমূলকভাবে তাদের মামলায় আসামি করা হয়েছে।’
এর আগে তুহিন সিদ্দিকী অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে দুই শতাধিক পাসপোর্ট জব্দ করা হয়। পাসপোর্ট জব্দের পর অমিসহ তিন জনের বিরুদ্ধে দক্ষিণখান থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/পিটিএম