Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীকে জিম্মি করে গণধর্ষণ, গ্রেফতার ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৭:২১

চট্টগ্রাম ব্যুরো : পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে কিশোরীকে নয়দিন ধরে জিম্মি রেখে গণধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৫ জুন) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার চারজন হলেন জসিম উদ্দিন (২৭), নুরুল আজিম (২৮), জাবের আহাম্মদ (৪৮) এবং মোহাম্মদ নবী (২২)।

র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল সারাবাংলাকে বলেন, ’১৮ বছরের চেয়ে কম বয়সী মেয়েটি গত ৭ জুন থেকে মিসিং ছিল। ১৩ জুন তার বাবা এসে আমাদের কাছে অভিযোগ করেছেন যে, ইপিজেডে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে জসিম তাকে বাড়ি থেকে এনে কোথাও জিম্মি করে রেখেছে। মেয়েটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তখন আমরা বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে জসিমের অবস্থান শনাক্ত করি। জসিমের বাসাতেই মেয়েটিকে পাওয়া যায়। তাকে আমরা উদ্ধার করি।’

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. নুরুল আবছার জানিয়েছেন, জাবের ছাড়া বাকি তিন আসামির বাড়িই বাঁশখালী উপজেলায়। মেয়েটির বাড়িও বাঁশখালী। জসিমই তাকে এনে এক বাসায় জিম্মি করে রাখে। উদ্ধারের পর মেয়েটি জানিয়েছে, ওই বাসায় তাকে প্রথমে জসিম এবং পরবর্তীতে অন্যরা মিলে প্রতিদিন পালাক্রমে ধর্ষণ করেছে। তাকে চাকরি দেওয়ার পাশাপাশি বিয়ের আশ্বাসও জসিম দেয় বলে মেয়েটির অভিযোগ। চারজনের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/একে

কিশোরীকে গণধর্ষণ চাকরি টপ নিউজ পোশাক কারখানায় চাকরি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর