Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারিদ্র্য বিমোচনে সুদানকে ৬৫ কোটি টাকা দিলো বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৭:২৫ | আপডেট: ১৬ জুন ২০২১ ২১:১৯

ঢাকা: দারিদ্র্য বিমোচনে আফ্রিকার দরিদ্র দেশ সুদানকে ৬৫ কোটি টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর আহ্বানে সাড়া দিয়ে অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র সুদানকে এই অর্থ দেওয়া হয়েছে।

বুধবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসলামিক সম্মেলন সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানের ঋণ পরিশোধের জন্য গত ১৫ জুন বাংলাদেশ সরকার প্রায় ৬৫ কোটি টাকা দিয়েছে। বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ’র উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ ৮ কোটি টাকার অধিক অর্থ দিয়েছিল।

সারাবাংলা/জিএস/এসএসএ

টপ নিউজ বাংলাদেশ সুদান সুদানকে ৬৫ কোটি টাকা দিলো বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর