Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ, মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৫:০৭ | আপডেট: ১৬ জুন ২০২১ ১৬:৩০

ঢাকা: হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে বিশ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে গতকাল মঙ্গলবার (১৫ জুন) মামলাটি দায়ের করেন আল মাদরাসাতু মুঈনুল ইসলামের পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী।

ওইদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বুধবার (১৬ জুন) সংশ্লিষ্ট আদালতের পেশকার মাসুদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার অপর আসামিরা হলেন— মাওলানা আতাউল্লাহ, মাহফুজুল হক, মুফতি সেলিম উল্লাহ, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি মামুনুর রশিদ, মাওলানা হানজালা, হানজালা বিন জোবায়ের, হাজি জসীম উদ্দিন ঢালি, হাজি আফতাব উদ্দিন, মামুন ঢালি, ফারুক হোসেন, মাওলানা ফখরুল ইসলাম, ফজলুর রহমান, ফেরদৌস ঢালি, হাফিজুর রহমান সুমন, আল আমিন, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা বিন ইয়ামিন, মো. ওসমান, হাফিজুর রহমান, সুলাইমান, মাওলানা তালহা, মাওলানা গোলাম মুকতাদির, মাওয়লা মুঈনুদ্দিন, মাওলানা নুর আলম, মাওলানা আলী, মাওলানা ইউসুফ, মাওলানা ফয়সাল, মাওলানা তারেক, বায়েজিদ, মো. হুমাইন আহামদ, মো. ইয়াসিন, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মো. আবু সায়েম, মাওলানা আব্দুর আজিজ, মাওলানা মো. আলী, মুফতি জসীম উদ্দিন, মাওলানা জাকির হোসেন, মাওলানা আনোয়ার হোসেন ও মাওলানা আনিসুর রহমান।

মামলার অভিযোগ থেকে জানা য়ায়, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময় তারা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়েছে। ওই মাদরাসার ছাত্র-শিক্ষকদের খাবারের চাল, ডাল এবং ভবন নির্মাণে রড-সিমেন্টসহ মাদরাসায় বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে এ টাকা আত্মসাৎ করেন তারা। বর্তমানে এ মামলার প্রধান আসামি অন্য মামলায় মামুনুল হক কয়েকদফা রিমান্ড শেষে কারাগারে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এনএস

২০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ ৪৩ জনের বিরুদ্ধে মামলা টপ নিউজ মামুনুল হক

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর