Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৪:৫৫ | আপডেট: ১৬ জুন ২০২১ ১৬:০২

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরেকদফা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বুধবার (১৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আরও ১০ দিন বাড়ানোর জন্য এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুমতি দিলে আজই এ সংক্রান্ত প্রজ্ঞপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

জানা গেছে, বিধিনিষেধের মেয়াদ আরো ১০ দিন অর্থাৎ ১৬ জুন থেকে ২৬ জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দেশের সীমান্ত এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। প্রথম দিকে যানবাহন চলাচল, অফিস আদালতের কার্যক্রমে কঠোরতা থাকলেও পরে ধাপে ধাপে তা শিথিল করা হয়। জীবন-জীবিকার কথা চিন্তা করে খুলে দেওয়া হয় শপিংমল দোকানপাট, গণপরিবহনও। সবশেষ ৬ জুন বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়। যা ১৬ জুন মধ্যরাতে শেষ হচ্ছে।

সারাবাংলা/জেআর/এএম

বিধিনিষেধ

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর