Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ জুন ঘর পাবে আরও ৫৩ হাজার পরিবার: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ১৪:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, মুজিববর্ষ উপলক্ষ্যে গত ২৩ জানুয়ারি ৬৫ হাজার ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। আগামী ২০ জুন আরও ৫৩ হাজার ৩৪০টি ঘর দেওয়া হবে।

বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

সংসদ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। সারা দেশে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ‘মাথা গোঁজার ঠাঁই নাই’ কথাটি চিরতরে বিলুপ্ত করা হবে। এ জন্য সরকার বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ও জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করা হয়েছে। এমন পরিবারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩৬১টি। আর জমি আছে কিন্তু ঘর নেই এমন পরিবার রয়েছে ৫ লাখ ৯২ হাজার ২৬১টি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিক্ষুক, বেদে এবং হিজরা জনগোষ্ঠীকে আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। খাস জমি না পাওয়া গেলে প্রয়োজনে জমি কিনে এসব পরিবারকে পুনর্বাসন করা হবে।

সংসদকে প্রধানমন্ত্রী জানান, ১৯৯৭ থেকে ২০২১ সালের মে মাস পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৫৬২ পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১ লাখ ৬৮ হাজার ৪৮ পরিবারকে ব্যারাকে, ১ লাখ ৫৩ হাজার পরিবারকে নিজ জমিতে ঘর নির্মাণ করে দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/এএম

জাতীয় সংসদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর