হানিফ ফ্লাইওভারে গাড়ি আটকে রংবাজি, গ্রেফতার ৫
১৬ জুন ২০২১ ০০:৫২ | আপডেট: ১৬ জুন ২০২১ ১২:২৭
ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে প্রাইভেটকার চালককে গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের চেষ্টার ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। গ্রেফতার পাঁচজন কিশোর গ্যাং ‘রক কিং’ গ্রুপের সদস্য।
সোমবার (১৪ জুন) দিবাগত রাতে রাজধানীর শনির আখড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার পাঁচজন হলেন- ইমন আহম্মেদ শুভ, মো. সুমন মিয়া, আজাহারুল ইসলাম দোলন, অন্তর হোসেন মোল্লা, নাজমুল হাসান সৈকত।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সারাবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। র্যাব কর্মকর্তা বলেন, ‘গত ১৬ মে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে জয়কালী মন্দিরের কাছে একটি প্রাইভেটকারের গতিরোধ করে কিশোর গ্যাংয়ের কতিপয় সদস্য গাড়ির চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে শারীরিকভাবে আক্রমণের জন্য উদ্ধত হয়। তারা গাড়িতে আঘাতও করে। এ সময় ওই গাড়িতে একজন ভদ্রলোক তার স্ত্রী এবং সন্তানসহ অবস্থান করছিলেন। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।’
আলমঈন আরও বলেন, ‘র্যাব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি কিশোর গ্যাংয়ের এই সদস্যরা মাদক ক্রয়-বিক্রয় ও সেবন, চাঁদাবাজি, ছিনতাই, সাধারণ মানুষকে হয়রানি এবং বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে ৩৭৪ পিস ইয়াবা, দুটি সুইচ গিয়ার চাকু, দুটি স্টিলের ব্যাটন, তিনটি মেটাল চেইন এবং পাঁচটি বক্সিং পাঞ্চার যন্ত্র উদ্ধার করা হয়।’
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
সারাবাংলা/ইউজে/পিটিএম