Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ যাতে ভ্যাকসিন না পায় সেজন্য লবিস্ট নিয়োগ করেছে তারেক’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২১ ০০:২৩ | আপডেট: ১৬ জুন ২০২১ ০০:২৬

ঢাকা: বাংলাদেশ যাতে আর কোনো দেশ থেকে ভ্যাকসিন আনতে না পারে সেজন্য বিএনপি-জামাত আর লন্ডনে বসে তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (ফার্মগেট) বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সমগ্র দেশ এক বছরের বেশি সময় ধরে কোভিড-১৯ বা করোনাভাইরাসে আক্রান্ত। এই কোভিড ভ্যাকসিন যখন পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশ দিতে পারেনি তখন আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভ্যাকসিন এনে প্রমাণ দিয়েছেন তিনিই রাষ্ট্রনায়ক, তিনিই সারাবিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্য হলো, বিএনপি নামক দলটি ভ্যাকসিন প্রত্যাখ্যান করেছিল। এই ভ্যাকসিন না নেওয়ার জন্য তারা বলেছিলেন। কিন্তু ভ্যাকসিন এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। শেখ হাসিনার নির্দেশে ভ্যাকসিন নিয়েছে দেশের মানুষ।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘দুঃখজনক হলো, আজকে যখন বাংলাদেশের আবার ভ্যাকসিন প্রয়োজন তখন বিএনপি-জামাত আর লন্ডনে বসে তারেক রহমান আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করেছে। ধিক তোমাদের রাজনীতিকে।’

খালেদা জিয়ার জন্মদিন নিয়ে উচ্চ আদালতে মামলা প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘খালেদা জিয়ার জন্মদিন ১৫ আগস্ট পালন নিয়ে উচ্চ আদালতে মামলা হয়েছে। খালেদা জিয়া ১৫ আগস্ট জন্মদিন পালন করে বাংলার মানুষের হৃদয়ে আঘাত করেছেন। সত্যের বাতি তিল তিল করে জ্বলে। সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার উদ্দেশে নানক বলেন, ‘আপনার স্বামী জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে ১৫ আগস্ট। ওই দিনটিতে আপনি পাকিস্তানি আইএসআইকে খুশি করার জন্য মিথ্যা জন্মদিন পালন করে, কেক কেটে আমাদের সঙ্গে, বাংলার মানুষের সঙ্গে উপহাস করেন। যখন শয্যাশায়ী হয়ে গেলেন তখন জন্মদিনের তারিখটি মনের ভুলে লিখে ফেলেছিলেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘আদালতে মামলা হয়েছে। জন্ম তারিখের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। কি অপরাধ করেছে বেগম জিয়া, কি অপরাধ করেছেন আপনারা; সে বিষয়ে আদালত রায় দেবেন। তার জন্য অপেক্ষা করেন। আদালত স্বাধীন রয়েছে। তাই মির্জা ফখরুলের আঁতে ঘা লেগেছে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নানক বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, আপনাদের সতর্ক থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, সাহসী নেত্রী শেখ হাসিনা আমাদের জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে যেমন বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছিল, যেভাবে বিএনপি-জামাত-হেফাজতের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেওয়া হয়েছিল- তেমনি আজও আমাদের ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে, সাংগঠনিক শক্তি অর্জনের মধ্য দিয়ে, জনগণের সঙ্গে আত্মার আত্মীয়তা গড়ে তোলার মধ্য দিয়ে, তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে।’

কৃষক লীগের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচিসহ তাদের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতার বিষয়েও প্রশংসা করেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক। পরে অতিথিরাসহ কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে কয়েকটি বৃক্ষরোপণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

সারাবাংলা/এনআর/পিটিএম

জাহাঙ্গীর কবির নানক তারেক বিএনপি-জামাত লবিস্ট

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর