Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করতোয়া নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১৯:৩২

হিলি (দিনাজপুর): নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের ডাংগস ঘাট এলাকায় বাড়ির পাশে খেলতে গিয়ে করতোয়া নদীতে ডুবে অনামিকা (৯) ও অভ্র (৭) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। তারা কৃষক অপ্রুল চন্দ্র সরকারের সন্তান।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) অশোক কুমার চৌহান।

স্থানীয়দের বরাতে পুলিশের উপ-পরির্দশক (এসআই) মো.আক্তার হোসেন জানান, বিকেলে বাড়ির পাশে খেলতে যায় দুই ভাই-বোন। এক পর্যায়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পানিতে পড়ে যায় তারা। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুই জনকে মৃত ঘোষণা করে।

সারাবাংলা/একেএম

নদীতে ডুবে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর