Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো আলেম গ্রেফতার হননি, ক্ষমতালিপ্সুরা আইনের আওতায় এসেছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১৭:১৮

ঢাকা: ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, কোনো বুজুর্গ আলেম গ্রেফতার বা মামলার আওতায় আসেননি। কেবলমাত্র আলেম নামধারী কিছু অর্থ ও ক্ষমতালিপ্সু ব্যক্তি যারা বিভিন্ন ফৌজদারি অপরাধে জড়িত, যারা ধর্মের নামে রাষ্ট্র ও সমাজবিরোধী ষড়যন্ত্রমূলক কাজে জড়িত কেবল তারাই প্রচলিত আইনের আওতায় এসেছেন।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা বিল পাসের আগে সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যদি একথা বলি মাননীয় সংসদ সদস্যদের সবাইকে দুদকের মাধ্যমে তদন্ত করা উচিত। আমি মনে করি, এই সংসদের যারা সদস্য তাদের প্রত্যেককে অবমাননা করা হবে। এই ধরনের অপমান করার দায়িত্ব বা সুযোগ কারও আছে বলে আমি মনে করি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অন্যায়ভাবে কাউকে গ্রেফতার করা হয়ে থাকলে প্রধানমন্ত্রী তৎক্ষণিক তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ইসলামের জন্য এতকিছু করেছেন। পাশাপাশি তিনি অন্যান্য ধর্মের জন্য একইভাবে করার চেষ্টা করছেন। আমাদের সংবিধানে উল্লেখ ছিল, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা। সেই কাজ প্রধানমন্ত্রী করে যাচ্ছেন। অথচ দুজন সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক।’

ফরিদুল হক খান বলেন, ‘আইন বাংলাদেশের সবার জন্য একই রকম হওয়ার কথা। সবখানে একই রকম আইনের প্রয়োগ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সকল বুজুর্গ আলেমসহ সমাজের সর্বস্তরের মানুষের প্রতি শ্রদ্ধাশীল। আমরাও আলেমদের প্রতি শ্রদ্ধাশীল।’

আলেমদের নামে দুদকে চিঠি ইস্যুতে বিএনপি দলীয় সংসদ সদস্যের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘দুদক থেকে নোটিশ যাওয়ার ব্যাপারে কথা এসেছে। আমরা সবাই সংসদ সদস্য। আমরা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, তার আগে হলফনামায় প্রত্যেকেই যার যার অবস্থান উল্লেখ করে থাকি। এই হলফনামার পরিপেক্ষিতে যদি ঠিক থাকি আমরা, তাহলে দুদক আমাদের কিছুই করতে পারবেন না। দুদকে থেকে নোটিশ কার কাছে যায়? যে অন্যায়কারী, যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আলেম গ্রেফতার বুজুর্গ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর