Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসইতে লেনদেন ফের ২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১৭:১১ | আপডেট: ১৫ জুন ২০২১ ১৮:৪৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ, ফাইল ছবি

ঢাকা: একদিন বিরতি দিয়ে আবারও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবার (১৫ জুন) দিনশেষে ডিএসইতে দুই হাজার ৩২ কোটি টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়।

এর আগে, গত ২ জুন থেকে ১৩ জুন পর্যন্ত টানা আট কার্যদিবস ডিএসইতে দুই হাজার কোটি টাকার ঊর্ধ্বে লেনদেন হয়। আগেরদিন সোমবার ডিএসইতে ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হলেও মঙ্গলবার তা বেড়ে দুই হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মঙ্গলবার দিনশেষে ডিএসইতে ৩৭২টি কোম্পানির ৫৮ কোটি ১৬ লাখ ২১ হাজার ২৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৯৫টির এবং ২৫টির শেয়ারের দাম অপরিবর্তিত থাকে।

দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকা। আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিলো ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা।

এদিন ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২২ পয়েন্টে উন্নীত হয়। এদিন ডিএসই শরিয়া সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৮৪ পয়েন্ট নেমে আছে। অপরদিকে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট ২ হাজার ১৭৬ পয়েন্টে উন্নীত হয়।

অন্যদিকে, মঙ্গলবার অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩১৪টি কোম্পানির ৩ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৬৪৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির কোম্পানির শেয়ারের দাম।

দিনশেষে সিএসইতে ৯০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিলো ৭৯ কোটি ৯২ লাখ টাকা। এদিন সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ১৭ হাজার ৪৬৪ পয়েন্টে নেমে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

আর্থিক লেনদেন ডিএসই লেনদেন সিএসইন

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর