Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার গাড়িবহরে হামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১৭:০০

সাতক্ষীরা: বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে মারা গেছেন। গতকাল সোমবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

মাহফুজুর রহমান সাবুর শারীরিক অসুস্থতার কারণে গতকাল সোমবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। সাতক্ষীরা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মৃত সাবু সাতক্ষীরার কলারোয়া পৌর যুবদলের সাবেক সভাপতি ও বর্তমানে তিনি কলারোয়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় চার বছর দণ্ডপ্রাপ্ত হয়ে মাহফুজুর রহমান সাবু সাতক্ষীরা জেলা কারাগারে আটক ছিলেন। রাতে কারাগারেই তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। তবে আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি।

সাতক্ষীরা জেলা বিএনপির আবহবায়ক সৈয়দ ইফতেকার আলী জানান, বিএনপি নেতা মাহফুজুর রহমান সাবু জেলা কাগারারে মারা গেছেন। তবে কী কারণে তিনি মারা গেলেন সেটি জেল কর্তৃপক্ষ বলতে পারবেন।

সাতক্ষীরা কারাগারের জেলার মো. কামরুল ইসলাম জানান, তিনি হার্ট, ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই রাতে তিনি মারা গেছেন। তবে কারাগারে থাকাকালে তিনি মারা যাননি।

সারাবাংলা/এনএস

কারাগারে মৃত্যু দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতার মৃত্যু শেখ হাসিনার গাড়িবহরে হামলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর