Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলেমদের মুক্তির দাবি বিএনপির সংসদ সদস্য হারুনের

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১৪:৪৫

ঢাকা: বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলছেন, আলেমরা সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন। যেসব আলেমরা রিমাণ্ড, গ্রেফতারের সম্মুখীন হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আছেন, আমি বলতে চাই আপনি আলেমদের মুক্তি দিন।

মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত বিলের উপর আনিত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

মামুনুল হকসহ অন্যদের মুক্তির দাবি করে তিনি বলেন, আলেম অর্থ বলতে এটুকু বুঝি যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেন। আজকে তারা সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছেন।

হারুনুর রশীদ বলেন, সারা বাংলাদেশের ধর্মীয় তাফসির বন্ধ করে দেওয়া হয়েছে। সংবিধানে বলা হচ্ছে কোন বাধা দেওয়া হবে না। কিন্তু গত চারদিন যাবত আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান চার দিন ধরে নিখোঁজ, তার পরিবার তার সন্ধান দাবি করছে।

হেফাজত নেতাদের নামে দুদক থেকে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়ায় উদ্বেগ প্রকাশ বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, আলেমদের আগে সাড়ে ৩০০ এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল। সত্য কথা বললে স্বাভাবিক কারণে অনেকে বেজার হয়। সত্য কথাটা আসলেই কঠিন। আমরা আলেম কাকে বলব? আলেম-ওলামা তারাই যারা একেবারে সুনির্দিষ্টভাবে কুরআন এবং হাদিসের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা করেন। কোনো মসজিদের ইমাম কিন্তু আলেম নয়।

তিনি আরও বলেন, শীর্ষ প্রায় ৫৭ জন আলেমের বিরুদ্ধে দুদক নোটিশ করে সম্পদের হিসাব চেয়েছে। আমি তো মনে করি আগে আমাদের এই সংসদে সাড়ে ৩০০ জন সদস্য যারা রয়েছি সর্বপ্রথম এই সাড়ে ৩০০ এমপির বিরুদ্ধে দুদক থেকে নোটিশ হওয়া উচিত ছিল। তাহলে এটি সারা দেশের মানুষের কাছে সমাদৃত হত। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ মানুষ গ্রহণ করত। প্রধানমন্ত্রী তো বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

টপ নিউজ বিএনপির সংসদ সদস্য হারুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর