Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রত্যেককে তিনটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২১ ১৩:৩৮ | আপডেট: ১৫ জুন ২০২১ ১৩:৪৪

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক সহযোগী সংগঠন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৫ জুন) সকালে গণভবনে বাংলাদেশ কৃষকলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর আমরা পয়লা আষাঢ় আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন বৃক্ষরোপণ করি। বাংলাদেশ কৃষকলীগ সবসময় এটার উদ্যোগ নেয় ।

কৃষকলীগকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আশা করি এবার আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমাদের সবুজ ও শ্যামল বাংলাদেশ আরও শ্যামল হোক, আরও সুন্দর হোক। আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী, আমাদের কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল সহযোগী সংগঠন এবং মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন তাদের প্রত্যেককে অন্তত তিনটি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানাই।

এসময় আওয়ামী লীগ সভাপতি সবাইকে একটা করে ফলজ, বনজ এবং ভেষজ গাছ লাগানোর আহ্বান জানান।

পরে প্রধানমন্ত্রী গণভবন চত্বরে কুল, বরই এবং পলাশ—এই তিন প্রজাতির গাছ লাগানোর মাধ্যমে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় গণভবনে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এসএসএ

গাছ লাগানো প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর