Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধরলায় ধরা পড়ল ৫২ কেজি ওজনের বাঘা আইড়!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ২২:৪২ | আপডেট: ১৫ জুন ২০২১ ১১:১৬

লালমনিরহাট: গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীতে ধরা পড়েছে ৫২ কেজি ওজনের বাঘা আইড় মাছ। তবে সেখানে মাছটি বিক্রি করতে না পারায় জেলেরা লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা বাজারে নিয়ে আসে। ওই বাজারে ৫২ কেজি ওজনের বাঘা আইড় মাছটি মাত্র ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার কাকিনা বাজারে ক্রেতাদের কাছে পাঁচশ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলার ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৫২ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। সেখানকার বাজারে মাছটির চাহিদা না থাকায় লালমনিরহাটের কাকিনা বাজারে মাছটি বিক্রির জন্য তোলা হয়। মাছটি কিনতে একক কোন ক্রেতা না পাওয়ায় জেলেরা মাছটি কেটে পাঁচশ টাকা কেজি দরে বিক্রি করেন। সেখানে ৫২ জন ক্রেতা ২৬ হাজার টাকা দিয়ে মাছটি কিনে ভাগ করে নেন।

গাইবান্ধা থেকে মাছ বিক্রি করতে আসা ছাদেক আলী, মোক্তার ও শরিফ বলেন, গাইবান্ধার বালাসিঘাটের ধরলা নদীর তীরে মাছটি ধরেছি। কিন্তু সেখানে দাম কম ও ক্রেতা না থাকায় এখানে এনে বিক্রি করেছি। যদিও এখানেও উপযুক্ত দাম পাওয়া যায়নি।

সারাবাংলা/পিটিএম

ধরলা নদী বাঘা আইড়