বাসচাপায় মাথা থেঁতলে আরেক বাসের যাত্রীর মৃত্যু
১৪ জুন ২০২১ ২১:৫৩
ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় এক বাসের চাপায় মাথা থেঁতলে গিয়ে আরেক বাসের যাত্রী মারা গেছেন। নিহত মেহেদী হাসান রানা (১৯) কলেজ শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
সোমবার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান দুর্ঘটনার তথ্য জানিয়ে বলেন, সন্ধ্যার দিকে তুরাগ পরিবহনের একটি বাস রামপুরার দিকে যাচ্ছিল। ওই বাসেই ছিলেন মেহেদী। জানালা দিয়ে মাথা বের করেছিলেন তিনি। বাসটি মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় পৌঁছালে একই দিকে যেতে থাকা আকাশ পরিবহনের একটি বাস তুরাগ পরিবহনের বাসটিকে চাপা দেয়। এসময় বাসের চাপায় মেহেদীর মাথা থেঁতলে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসআই শাহজাহান জানান, মেহেদীর বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলায়। তার বাবার নাম আনিচুর রহমান। রাজধানীর মগবাজার এলাকায় থাকতেন তিনি। স্থানীয় একটি কলেজে পড়ালেখা করতেন। মগবাজার থেকে রামপুরার দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
এসআই শাহজাহান বলেন, দুর্ঘটনায় জড়িত দু’টি বাসই জব্দ করা হয়েছে। কিন্তু দুই বাসের চালকই পালিয়ে গেছেন।
সারাবাংলা/এসএসআর/টিআর