Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গার্ড অব অনারে নারী ইউএনও বদলের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ২১:৩৯

ঢাকা: প্রয়াত বীর মুক্তিযোদ্ধাগণের গার্ড অব অনার তথা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার অনুষ্ঠানে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) অংশগ্রহণ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাবকে নারী বিদ্বেষী, বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী বলে অভিহিত করেছে জাতীয় নারী জোট। সংগঠনটি এ প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সোমবার (১৪ জুন) জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা এক বিবৃতিতে এই দাবি জানান।

বিজ্ঞাপন

আফরোজা হক রীনা বিবৃতিতে বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আরও পড়ুন- ‘গার্ড অব অনারে’ নারী ইউএনও’র বিকল্প খোঁজার সুপারিশ

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণের সুযোগ তৈরিতে বাংলাদেশ যেখানে রোল মডেল, সে পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ নারী বিদ্বেষী প্রস্তাব পশ্চাৎপদ, আমলাতান্ত্রিক, স্বাধীনতাবিরোধী ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। এ প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক।

নারী বিদ্বেষী, বৈষম্যমূলক ও সংবিধানবিরোধী এ প্রস্তাব প্রত্যাহারের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নারী জোট।

এর আগে, রোববার (১৩ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সুপারিশ করা হয়, বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ প্রদানের আয়োজন দিনের বেলায় করতে এবং যেসব জায়গায় নারী ইউএনও রয়েছেন সেখানে, বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

সরকার ঘোষিত নীতিমালা অনুযায়ী, কোনো বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর তাকে রাষ্ট্রীয় সম্মান জানায় সংশ্লিষ্ট জেলা/উপজেলা প্রশাসন। ডিসি বা ইউএনও সরকারের প্রতিনিধি হিসেবে সেখানে থাকেন। কফিনে সরকারের প্রতিনিধিত্বকারী কর্মকর্তা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

যেখানে নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করার ক্ষেত্রে বর্তমান সরকার দেশে-বিদেশে প্রশংসিত, সেখানে এমন একটি সুপারিশ কতটুকু গ্রহণযোগ্য?— এমন প্রশ্নের উত্তরে যুক্তি উপস্থাপন করে শাজাহান খান সাংবাদিকদের বলেন, নারীরা জানাজায় থাকতে পারেন না। সেক্ষেত্রে নারী ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

গার্ড অব অনার নারী ইউএনও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর