Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ২০:৩৭

ঢাকা: লাইসেন্স ছাড়া পণ্য বিপণনের অপরাধে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার (১৪ জুন) রাজধানীর হাতিরঝিল ও রমনা এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠান তিনটিকে এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।

বিএসটিআই বলছে, অভিযুক্ত প্রতিষ্ঠান তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার হাতিরঝিল এলাকায় অবস্থিত বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা ও একই এলাকায় অবস্থিত বেস্ট সুইটস অ্যান্ড বেকারিকে ২৫ হাজার টাকা এবং রমনা এলাকার সর ফুড অ্যান্ড বেকারিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আইন অনুযায়ী প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে মামলাও করা হয়েছে।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে সংস্থাটির ফিল্ড অফিসার এ এফ এম হাসিবুল হাসান অভিযানে অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

তিন প্রতিষ্ঠান বিএসটিআই মামলা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর