Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএলও’র পরিচালনা পর্ষদে বাংলাদেশ সর্বোচ্চ ভোটে নির্বাচিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৮:৩৭ | আপডেট: ১৪ জুন ২০২১ ২০:১৫

ঢাকা: বাংলাদেশ ২০২১-২০২৪ মেয়াদে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পরিচালনা পর্ষদের উপ-সদস্য নির্বাচিত হয়েছে। জেনেভায় সোমবার (১৪ জুন) আন্তর্জাতিক শ্রম সম্মেলনের ১০৯-তম অধিবেশন চলাকালে এই ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেনেভায় অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জানান হয়েছে, বাংলাদেশ আইএলও’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে সর্বোচ্চ ২১০টি ভোট পেয়ে নির্বাচিত হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রার্থিতা ঘোষণার পর থেকেই জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন বাংলাদেশের প্রার্থিতার পক্ষে অন্যান্য আইএলও সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে জোর নির্বাচনি প্রচারণা চালিয়েছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে ও জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের প্রত্যক্ষ সহযোগিতায় বাংলাদেশ প্রতিনিধিদল এই ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠানে অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে শ্রম সচিব কে এম আব্দুস সালাম এবং জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান ভার্চুয়ালি যোগ দেন।

আইএলও’র পরিচালনা পর্ষদে এটি বাংলাদেশের পক্ষে টানা তৃতীয় জয়। এর আগে বাংলাদেশ ২০১৪-২০১৭ এবং ২০১৭-২০২১ মেয়াদে আইএলও’র পরিচালনা পর্ষদের উপ-সদস্য হিসাবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে।

সারাবাংলা/জেআইএল/পিটিএম

আইএলও আন্তর্জাতিক শ্রম সংস্থা টপ নিউজ সদস্য নির্বাচিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর