Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন থাকার পরও বিচার পাচ্ছেন না পরীমনি— সংসদে এমপি হারুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৭:২১ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৮:৪৫

ঢাকা: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, পরীমনি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি ঘটনার শিকার হয়েছেন। চারদিন থেকে তিনি বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছে না। পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণ ও নির্যাতনের শিকার। কিন্তু আইন থাকার পরও বিচার পাচ্ছেন না।

সোমবার (১৪ জুন) জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে হারুনুর রশিদ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিএনপির এই সাংসদ বলেন, ‘এটি কী অসত্য? মুনিয়ার ঘটনা ঘটল। এগুলো যারা ঘটাচ্ছে তারা মাফিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নেই। সংসদ নেত্রী প্রধানমন্ত্রী সংসদে আছেন। আমি তার দৃর্ষ্টি আকর্ষণ করে জড়িতদের শাস্তির দাবি করছি।’

হারুন বলেন, ‘যে বিষয়গুলো আজ বিরাট আকারে নাড়া দিয়েছে সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবেন।’ তিনি যাছাই-বাছাই প্রস্তাবের বিষয় বলেন, ‘বাংলাদেশে আইন আছে কিন্তু তার ব্যবহার নাই।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর