Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাসির উদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৬:১৮ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৭:৫৪

ঢাকা: চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেবে দলটি। তবে এর আগে ঘটনা সত্য নাকি ষড়যন্ত্র তা খতিয়ে দেখার জন্য দলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত থাকলে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ সব বিষয় নিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম কাদেরকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। তবে দলটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেছেন, এ সম্পর্কে এখন কথা বলব না। আমি মিটিংয়ে আছি।

দলের অন্যতম অতিরিক্ত মহাসচিব প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান ট্যাপা বলেছেন, ‘নাসির উদ্দিন প্রকৃতপক্ষে এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তা দল থেকে খতিয়ে দেখা হবে।’

তিনি বলেন, ‘আমরা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই। পাশাপাশি আমরাও বিষয়টি খতিয়ে দেখছি। নাসির উদ্দিন দোষী হলে তার বিরুদ্ধে দলের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যেকটি নারীকে সম্মান জানাতে চাই। জাতীয় পার্টি দেশ ও জাতির জানমালের নিরাপত্তাসহ মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে।’

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ নায়িকা পরীমনি নাসির উদ্দীন মাহমুদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর