Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কাস্টমস কর্মকর্তাসহ ১৭ জন করোনায় আক্রান্ত

লোকাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ১৪:১২

হিলি: দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় গত ৪৮ ঘন্টায় কাস্টমস কর্মকর্তাসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সীমান্তবর্তী ছোট্ট এই উপজেলায় করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩৫ জন।

সোমবার (১৪ জুন) দুপুরে সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. কুদ্দুস আলী।

আরও পড়ুন: ভারতীয় ব্যবসায়ীদের শর্ত মেনেই সচল হিলি স্থলবন্দর

সিভিল সার্জন জানান, মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষা করে পুরো জেলায় ৭০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে হিলিতেই আক্রান্তের সংখ্যা ১৭ জন। বর্তমানে এই উপজেলায় করোনা আক্রান্তে সংখ্যা ৩৩ জন।

সারাবাংলা/এএম

করোনাভাইরাস হিলি কাস্টমস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর