ভারতে কমেছে সংক্রমণ, বেড়েছে মৃত্যু
১৪ জুন ২০২১ ১২:১৪ | আপডেট: ১৪ জুন ২০২১ ১৪:০৭
ভারতে সর্বশেষ ২৪ ঘণ্টার সরকারি হিসাবে আগের দিনের তুলনায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমলেও, করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সোমবার (১৪ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৭০ হাজার ৪২১ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ৯২১ জনের।
এর মধ্য দিয়ে, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে ১ এপ্রিলের পর সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।
এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৮০ হাজার ৮৩৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। মারা যান তিন হাজার ৩০৩ জন।
ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।
এদিকে, ভারতে টানা সাত দিন ধরে পাঁচ শতাংশের নিচে করোনা রোগী শনাক্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ৭১ শতাংশ।
অন্যদিকে, দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে বিনা মূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ২১ জুন থেকে এ লক্ষ্যে সব রাজ্য সরকারকে বিনা মূল্যে ভ্যাকসিন সরবরাহ করা হবে।
সারাবাংলা/একেএম