সীমান্ত এলাকা হিলিতে বাড়ছে করোনার সংক্রমণ
লোকাল করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২১ ০৯:৫৩ | আপডেট: ১৪ জুন ২০২১ ১১:৫৬
১৪ জুন ২০২১ ০৯:৫৩ | আপডেট: ১৪ জুন ২০২১ ১১:৫৬
হিলি: ভারতের সীমান্তবর্তী দিনাজপুর জেলার হিলিতে দিন দিন বেড়েই চলছে করোনার সংক্রমণ। তারপরও ন্যূনতম স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না সাধারণ মানুষদের। প্রশাসনেরও কোনো নজরদারি নেই মাঠপর্যায়ে।
দিনাজপুর জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হিলিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ছয়জন এ নিয়ে ছোট্ট এই উপজেলায় করোনার বর্তমান রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করে যাচ্ছি। উপজেলার বিভিন্ন এলাকায় করোনা সচেতনতায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। আজ থেকে প্রচার-প্রচারণার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে।
সারাবাংলা/এএম