Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে নিয়ে মির্জা ফখরুলের টুইট

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ২১:১৯ | আপডেট: ১৩ জুন ২০২১ ২১:৩২

ঢাকা: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে টুইট করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অসুস্থতায় উদ্বেগ জানিয়ে রোববার (১৩ জুন) নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এ টুইট করেন সাবেক এই মন্ত্রী।

টুইটার মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘আমরা উদ্বিগ্ন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি। তার হার্টের প্রবলেম এবং কিডনির সমস্যা আছে। ফান্ডমেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক।’

মির্জা ফখরুলের এই টুইটের নিচে বিএনপির নেতাকর্মী সমর্থকেরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আল আমিন নামে একজন লিখেছেন, ‘এসব বক্তব্য দিয়ে আপনার দায় শেষ।’

শরিফ সানা নামে একজন লিখেছেন, ‘স্যার আপনি ইস্তফা দিন। অন্যকে দায়িত্ব দিয়ে আন্দোলনে যান। নতুবা এভাবেই মরতে হবে।’

https://twitter.com/MirzaAlamgirBd/status/1403577635209240587

মিঠুন খান নামে বিএনপির এক কর্মী লিখেছেন, ‘এক দফা এক দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং চিকিৎসার জন্য বিদেশ নিতে চাই।’

এমডি আবুল কালাম নামে একজন লিখেছেন, ‘যে সিদ্ধান্ত নেওয়ার তাড়াতাড়ি নেন। আর আন্দোলন হতে হবে, ডু অর ডাই।’

তন্নি মল্লীক নামে বিএনপির এক সমর্থক লিখেছেন, ‘স্যার আর কতদিন এভাবে মুখ বন্ধ করে বসে থাকব। ম্যাডামকে বাঁচাতে হলে তাড়াতাড়ি কিছু একটা করেন। আন্দোলনের ডাক দিন। আমরা যারা ছাত্রদল করি সবাই প্রস্তুত আছি। আর ঘরে বসে প্রেস ব্রিফিং দিয়েন না স্যার। আমরা রাজপথে অনেক পরিশ্রম করি। প্রতিটা আন্দোলনে সামনে সারিতে থেকে রাজপথে আন্দোলন করছি।’

বিজ্ঞাপন

উল্লেখ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। তার নিজের @MirzaAlamgirBd নামে শুধু একটা টুইটার অ্যাকাউন্ট রয়েছে। এই অ্যাকাউন্ট থেকে মাঝে মাঝে সমসাময়িক ইস্যু এবং দলের বিভিন্ন বিষয়ে টুইট করেন তিনি।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া টপ নিউজ টুইট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর