Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়রের ছেলের বিরুদ্ধে নারী কাউন্সিলরকে মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ২০:৩১

মুন্সিগঞ্জ: মারধরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন সংরক্ষিত ১নং ওয়ার্ড নারী কাউন্সিলর হাসিনা পারভীন। তার অভিযোগ, মেয়রের ছেলে তাকে মারধর করেছে।

রোববার (১৩ জুন) দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সফিউদ্দিন আহম্মেদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে কাউন্সিলর হাসিনা পারভিন বলেন, ‘গত ৭ জুন রাত ৮ টার দিকে পৌরসভার উত্তর রামগোপালপুর এলাকার একটি সালিশে ছিলাম। সেইখানে আমি ন্যায্য কথা বললে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরে সালিশ থেকে ফেরার সময় মেয়রপুত্র মানিক আমাকে মারধর করে পরনের বোরকা ছিঁড়ে ফেলে।’

এসময় আমার স্বামী ও দুই ছেলে আমাকে বাঁচাতে গেলে রন্টি ও মানিকের পক্ষের লিটন (২৬), মাঈনউদ্দিন (৩৬), নিভির (২৩), রিংকু, মেয়রের বড় ছেলে পাপ্পু একত্রিত হয়ে তাদের মারধর করে। এসময় মাঈনউদ্দিন আমার গলার ১২ আনা স্বর্ণের চেন নিয়ে যায়।

পরে আমাদের চিৎকারে রামগোপালপুর সমাজের সভাপতি মো. নাজির উদ্দিন আমাদের রক্ষা করে। পরেএই ব্যাপারে মামলা করলে তারা হত্যার হুমকিও দেয়।

সংবাদ সম্মেলনে রুজিনা ইয়াসমিন, সেলিনা ইসলামসহ তার কয়েকজন প্রতিবেশী উপস্থিতি ছিলেন।

মহিলা কাউন্সিলরকে মারধরের ঘটনায় মিরকাদিম পৌরসভার মেয়রের বড় ছেলে পাপ্পু বলেন, ‘মহিলা কাউন্সিলরের ছোট ছেলে রাজু আহম্মেদ সালিশের মধ্যে আমার ছোট ভাই মানিকের কলার ধরে। এর ভিডিও ফুটেজ আছে।’

সারাবাংলা/এমও

নারী কাউন্সিলর মারধর মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর