পাবলিক পরীক্ষার বিকল্প খুঁজছেন শিক্ষামন্ত্রী
১৩ জুন ২০২১ ১৭:৩৩ | আপডেট: ১৩ জুন ২০২১ ২০:২৫
ঢাকা: করোনা মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার আয়োজন নিয়েও রয়েছে শঙ্কা। তবে সংক্ষিপ্ত সিলেবাসে সঠিক সময়ে পরীক্ষা নেওয়া না গেলে এ বছর বিকল্প মূল্যায়ন পদ্ধতি বের করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (১৩ জুন) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক সভা শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার জন্য সবকিছু চূড়ান্ত রয়েছে। এখন পরিস্থিতি পাল্টে গেছে। যদি সেটি না করা যায় তাহলে এর বিকল্প চিন্তা করা হবে। এই দুই পরীক্ষার বিকল্প আমাদের খুঁজতে হবে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন তাদের স্বাভাবিক পড়াশোনা চালিয়ে যায়। মহামারির কারণে সারাবিশ্বেই স্কুল কলেজ বন্ধ রয়েছে। এটা বড় ক্ষতি। আমরা সেটি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘এই সময়ে শিক্ষার্থীরা যেন কোনো ভুলপথে পা বাড়ায়। বাড়িতে নিজেদের সুস্থ রাখার জন্য শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে। শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নেই। আমরা তাদের বিষয়টি যত্নের সঙ্গে দেখিছি। পরীক্ষা এক বছর না দিলে জীবনে এমন কোনো বিরাট ক্ষতি হয়ে যাবে না।’
উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির কারণে গত বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ২০২০ সালের মার্চে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হলেও এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারেননি। তাদের ফল হয় বিকল্প মূল্যায়নে।
সারাবাংলা/টিএস/পিটিএম