Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরলেন বিমানবাহিনী প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ১৪:৪০ | আপডেট: ১৩ জুন ২০২১ ১৫:৫৫

ঢাকা: বিমান বাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নানকে এয়ার চিফ মার্শাল র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।

রোববার (১৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এই ব্যাজ পরানো হয়।

বিমান বাহিনী প্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনীর কোয়াটার মাস্টার জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ এবং নৌ বাহিনীর সহকারি প্রধান (অপারেশন) রিয়ার অ্যাডমিরাল এম আবু আশরাফ।

প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।

ইমরুল কায়েস জানান, র‌্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। বিমান বাহিনী প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী।

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর স্থলাভিষিক্ত হলেন।

সারাবাংলা/এনআর/একে

এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান টপ নিউজ প্রধানমন্ত্রী বিমান বাহিনী প্রধান শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর