Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৯ প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ১৪:২৬

ঢাকা: জনগণের জন্য মানসম্মত পণ্য এবং সঠিক পরিমাপ নিশ্চিত করতে মে মাসে ২০৯ প্রতিষ্ঠানকে এক কোটি ৬০ লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিটিউশন (বিএসটিআই)।

দেশব্যাপী মোবাইল কোর্ট এবং সার্ভেইল্যান্স টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিএসটিআই জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে র‌্যাব এবং পুলিশের সহায়তায় মে মাসে ৭৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বিএসটিআই’র অনুমোদন ব্যতীত পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করায় ১৩০ প্রতিষ্ঠানকে এক কোটি ৪১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও, এক প্রতিষ্ঠান সিলগালা এবং পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

অপরদিকে, ৫১টি মোবাইল কোর্ট পরিচালনা করে মাপে কম দেওয়ায় ৭৯ প্রতিষ্ঠানকে ১৯ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে ১৬১টি সার্ভেইল্যান্স অভিযান পরিচালনা করে ৩৪ অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পণ্যের মান এবং সঠিক পরিমাপ নিশ্চিতকরণে বিএসটিআই’র অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/ইএইচটি/একেএম

জরিমানা বিএসটিআই মোবাইল কোর্ট

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর