Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল্প প্রতিযোগিতার বিচারক তারা তিনজন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জুন ২০২১ ১৩:৫৪

বাবা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গল্প লেখার প্রতিযোগিতার আয়োজন করেছে বই পড়া ও বই শোনার অ্যাপ বইঘর। এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন এ সময়ের জনপ্রিয় তিন কথা সাহিত্যিক। তারা হলেন সাদাত হোসাইন, মৌরি মরিয়ম ও শানজানা আলম।

বইঘর কর্তৃপক্ষ জানায়, আসন্ন বিশ্ব বাবা দিবস উপলক্ষে ‌’বাবাকে যেমন দেখি’ গল্প লেখার প্রতিযোগিতা শুরু হয়েছে। জীবিত বা প্রয়াত বাবার আদর্শ, স্বপ্ন, ত্যাগ কিংবা জীবনযুদ্ধের গল্প  লিখে পাঠাতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী যে কেউ।

বিজ্ঞাপন

লেখা ৫০০-২০০০ শব্দের মধ্যে হতে হবে। বইঘর অ্যাপে (https://cutt.ly/unumvHM) গল্প জমা দিতে হবে। গল্পের শেষে লেখকের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি যুক্ত করতে হবে। গল্প জমা দেয়ার শেষ সময় ১৮ জুন। নির্বাচিত ১০টি গল্প নিয়ে প্রকাশ হবে একটি ইবুক সংকলন। পুরস্কার হিসেবে এই ১০জন পাবেন সাদাত হোসাইন, মৌরি মরিয়ম ও শানজানা আলম রচিত ও স্বাক্ষরিত বই।

এ প্রসঙ্গে সাদাত হোসাইন বলেন, ‌‌’শুরু থেকে বইঘর-এর সঙ্গে আছি। গত বছরও বাবা দিবসের গল্প প্রতিযোগিতায় আমি বিচারক ছিলাম। বেশ কিছু ভালো গল্প পড়ার সুযোগ হয়েছিল। এবারও অনেক গল্প জমা পড়বে বলে অপেক্ষায় আছি।’

মৌরি মরিয়ম বলেন, ‌’এটি একটি দারুন আয়োজন। প্রিয় দুই লেখকের সঙ্গে বইঘর-এর আয়োজনে থাকছি, এটি নিঃসন্দেহে সুখকর ঘটনা। অনেক অনেক ভালো গল্প পড়ার অপেক্ষায় আছি।’

শানজানা আলম বলেন, ‘প্রিয় লেখকদের সঙ্গে কোনো আয়োজনে সম্পৃক্ত হয়েছি, এটা আমার জন্য বেশ ভালোলাগার ব্যাপার। আমি মনে করি গল্পের মানুষেরা ভালো কিছু গল্প পেতে যাচ্ছি। বইঘরকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

গল্প প্রতিযোগীতা বইঘর মৌরি মরিয়ম শানজানা আলম সাদাত হোসাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর