Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে করোনায় ৫০ মৃত্যু, আক্রান্ত ১৯৬৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ১০:৫৪ | আপডেট: ১৩ জুন ২০২১ ১৩:৩২

ঠাকুরগাঁও: জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

রোববার (১৩ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ১৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৬৪ জনে। এই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯৬ জন। আক্রান্তের হার ৩৩%। এমন তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বিজ্ঞাপন

এদিকে, নতুন করে সদর উপজেলায় ২৬ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ জন, রানীশংকৈল উপজেলায় ১০ জন এবং পীরগঞ্জ উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, করোনা প্রতিরোধে জেলা ও উপজেলার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

এ ব্যাপারে সরকারপাড়া মহল্লার মুক্তারুজ্জামান রাসেল বলেন, শহরে স্বাস্থ্যবিধি মেনে চলার কিছুটা দৃশ্য চোখে পড়লেও গ্রাম-গঞ্জে এর কোনো বালাই নাই।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। হাসপাতালে ভর্তি হয়ে ৫০ জনের চিকিৎসা নেওয়ার সুযোগ আছে। তবে অতিদ্রুত শয্যা সংখ্যা বাড়ানো হবে।

সারাবাংলা/একেএম

করোনায় মৃত্যু টপ নিউজ ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর