সৌদি আরবের বাইরে থেকে হজে যাওয়া যাবে না
১৩ জুন ২০২১ ০৯:২১ | আপডেট: ১৩ জুন ২০২১ ১১:৫২
এবার সৌদি আরবে অবস্থানরত মুসলিমদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বৈশ্বিক মহামারির কারণে এ বছরও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ হজ পালনকারীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছে সরকার।
এ ব্যাপারে দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, ১৮-৬৫ বছর বয়সীদের মধ্যে যারা করোনা ভ্যাকসিন নিয়েছেন, শুধু তাদের মধ্য থেকে সর্বোচ্চ ৬০ হাজার জনকে এবার হজের সুযোগ দেওয়া হবে।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের মুখে ২০২০ সালেও বিদেশ থেকে হজযাত্রী সৌদি আরব যায়নি। তবে সেখানে অবস্থানরত ১০ হাজার সৌদি নাগরিক ও বিদেশি নানা বিধিনিষেধের মধ্যে হজ করার সুযোগ পান।
প্রসঙ্গত, প্রতি বছর হজের আনুষ্ঠানিকতায় ২৫ লাখ মানুষ অংশ নেন। যার ২০ লাখের বেশি থাকেন বিদেশি। তাদের কাছ থেকে সৌদি আরবের রাজস্বের একটা বড় অংশ আসে।
সারাবাংলা/একেএম