Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২১ ০০:১৪

ঢাকা: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর নতুন করে শুল্ক আরোপ না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আকিজ বিড়ি ফ্যাকটরিতে শুক্রবার (১১ জুন) আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে যশোর অঞ্চলের বিড়ি শ্রমিক ইউনিয়ন।

শনিবার (১২ জুন) যশোর অঞ্চলের বিড়ি শ্রমিক ইউনিয়ন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অনুষ্ঠানে আকিজ বিড়ি ফ্যাকটরি লিমিটেডের যশোর অঞ্চলের ফ্যাকটরি কো-অর্ডিনেটর শান্ত কুমার সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলি, বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণ অঞ্চলের আহ্বায়ক ফজলুর রহমান ও শ্রমিক নেত্রী মায়া বেগমসহ অন্যরা।

অনুষ্ঠানে বিড়ি শিল্পের সঙ্গে যুক্তরা বাজেটে বিড়ির ওপর শুল্ক না বাড়িয়ে বিড়ি শ্রমিকদের রক্ষার উদ্যোগকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/ইএইচটি/টিআর

বিড়ি শ্রমিক ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর