Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তৃণমূলের সঙ্গে ছিলাম— নেত্রী মূল্যায়ন করেছেন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ২১:৪২

ঢাকা: সিলেট-৩ আসনের উপনির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২৫ জন। সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এই আসনে শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয়েছে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানকে। দীর্ঘ দিন ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যেভাবে কাজ করছেন, এই মনোনয়নের মাধ্যমে তারই স্বীকৃতি পেয়েছেন বলে মনে করছেন তিনি।

হাবিবুর রহমান বলেন, গত এক যুগ ধরে দলের তৃণমূলের নেতাকর্মীদের পাশে আছি। আগের দুই নির্বাচনেও মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছিলেন। আমি তার পক্ষে কাজ করেছি। আর দীর্ঘ এক যুগ ধরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আছি। নেত্রী এটারই মূল্যায়ন করেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র গ্রহণ শেষে এ প্রতিক্রিয়া জানান হাবিবুর রহমান।

এর আগে, শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তিন আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। ঢাকা-১৪ আসনে মিরপুর শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগা খান মিন্টু, সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান ও কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম খানকে মনোনয়ন দেওয়া হয়।

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হাবিবুর রহমান বলেন, এই সময়ে ইলেকশন করব— এমন প্রস্তুতি ছিল না। কিন্তু আমাদের প্রয়াত এমপি সিলেট-৩ আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা মাহমুদ উস সামাদ চৌধুরীর অকাল মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। সেখানে কাউকে না কাউকে তো কাজ করতে হবে। গত এক যুগ ধরে আমি তৃণমূলের নেতাকর্মীদের পাশে আছি। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন চেয়ে পাইনি। বঙ্গবন্ধুকন্যা মনোনয়ন দিয়েছিলেন মাহমুদ উস সামাদকে। নেত্রীর সিদ্ধান্ত মেনে তার জন্য কাজ করেছি। দলের সিদ্ধান্তের কখনো বিরোধিতা করিনি, তৃণমূলের পাশে থেকে কাজ করেছি। আমি মনে করি, নেত্রী এটার মূল্যায়ন করেছেন।

বিজ্ঞাপন

বিএনপি এই উপনির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে নৌকার প্রার্থী হওয়া মানেই জয়ের নিশ্চয়তা পাচ্ছেন কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, আমি এ কথার সঙ্গে একমত না। সিলেট অঞ্চলে জাতীয় পার্টি অত্যন্ত শক্তিশালী। তারাই বিরোধী দল, বিএনপি না। তাদের প্রার্থী আছে। এছাড়া খেলাফতে মজলিশের প্রার্থী আছেন। এবং বিএনপির একজন প্রার্থীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন। তাই আমার মনে হয় নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রতিযোগিতামূলক হবে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে সংসদে প্রতিনিধত্ব করতে চাই।

হাবিবুর রহমান বলছেন, রাজনৈতিক মতভেদ থাকলেও রাজনৈতিক সহনশীলতার চর্চাকে সমুন্নত রেখে সবাইকে নিয়ে সিলেটের জন্য কাজ করতে চান। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলেছেন, সেই ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। একইসঙ্গে দলে তার সঙ্গে আরও মনোনয়নপ্রত্যাশী যারা ছিলেন, তাদের দলের সিদ্ধান্তে একাট্টা হতে আহ্বান জানিয়েছেন তিনি।

হাবিবুর রহমান বলেন, সিলেটে আওয়ামী লীগের নতুন কমিটি হওয়ার পরে সিলেটে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। বড় দল আওয়ামী লীগ, প্রতিযোগিতা থাকতে পারে। আর আমি সবার সঙ্গে আলাপ করেছি। সবাই আমাকে অভিনন্দন জানিয়েছেন। এবং আমরা সবাই (মনোনয়নপ্রত্যাশী) আগেই বলেছি, বঙ্গবন্ধুকন্যা যাকেই মনোনয়ন দেবেন, সবাই তার জন্য কাজ করব। দল ঐক্যবদ্ধ আছে। আশা করি আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। আমাদের একটাই প্রত্যাশা— বঙ্গবন্ধুকন্যা তার সিদ্ধান্ত জানিয়েছেন, সেই সিদ্ধান্তকে বিজয়ী করে আনতে হবে যেকোনো মূল্যে।

এদিন, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ড ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ।

তিন আসনের উপনির্বাচনে অংশ নিতে মোট ৯৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরে বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনীত তিন জন মনোনয়ন ফরম গ্রহণ করেন।

সারাবাংলা/এনআর/টিআর

আওয়ামী লীগের মনোনয়ন টপ নিউজ সিলেট-৩ সিলেট-৩ উপনির্বাচন হাবিবুর রহমান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর