সরকার বৃক্ষরোপণ কর্মসূচিতে গুরুত্ব দিয়েছে: বস্ত্র ও পাটমন্ত্রী
১২ জুন ২০২১ ২১:১২ | আপডেট: ১২ জুন ২০২১ ২১:১৬
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি বেশি গুরুত্ব দিয়ে আসছেন। তরুণ ও নতুন প্রজন্মের ছাত্র/ছাত্রীদের মধ্যে পরিবেশের গুরুত্ব তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধি করতে সবাইকে একযোগে এগিয়ে আসা উচিত।
শনিবার (১২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় রূপসী নিউমডেল স্কুল অ্যান্ড কলেজে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে রয়েছে বনায়নের বিপুল সম্ভাবনা। এ সম্ভাবনাকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। পরিকল্পিত একটি বাগানেই হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের আয়ের উৎস। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে হলে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।’
গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, গাছ লাগানোর পর গাছের কিন্তু পরিচর্যা করতে হবে।’
বৃক্ষরোপণ শেষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিশু-কিশোরদের যদি বৃক্ষপ্রেমী হিসেবে গড়ে তোলা যায় তাহলে সেদিন বেশি দূরে নয়, যেদিন দেশ ভরে উঠবে সবুজে সবুজে। বৃক্ষরোপণে আমাদের পারিবারিক ও সামাজিকভাবে এগিয়ে আসতে হবে। তাই আসুন, আমরা গাছ লাগাই, গাছের পরিচর্যা করি এবং পরিবেশ রক্ষায় সচেষ্ট হই।’
পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এবং তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী করোনাভাইরাস পরবর্তী বিদ্যালয়টি খোলার ব্যাপারে বিদ্যালয়ের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সবকিছু ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব ও মোহাম্মদ ফিরোজ ভুঁইয়া, রূপসী নিউমডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ, রূপসী নিউমডেল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ রুহুল আমিন সিকদারসহ অনেকে।
সারাবাংলা/এমও