সোনাকান্দা ডকইয়ার্ডে নির্মাণ হবে বিশ্বমানের ১৭টি টাগ বোট
১২ জুন ২০২১ ২১:০১ | আপডেট: ১২ জুন ২০২১ ২১:০২
নারায়ণগঞ্জ: দেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার কাজে ব্যবহৃত ৩৫টি ড্রেজারকে পরিচালনার জন্য আর্ন্তজাতিক মানসম্পন্ন ১৭টি টাগ বোর্ড নির্মাণ করা হচ্ছে। কানাডার বরার্ট এলাইনের নকশা অনুযায়ী এই টাগ বোর্ডগুলো নির্মাণ করা হবে। ১৭টি টাগ বোটের মধ্যে প্রথম ধাপে ১০টি এবং দ্বিতীয় ধাপে আরও ৭টি নির্মাণ করা হবে। আগামী দুই বছরের মধ্যে এগুলো নির্মাণ কাজ শেষ করে বিআইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হবে।
শনিবার (১২ জুন) দুপুরে জেলার বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ডে ১৬৬ কোটি টাকার এই নির্মাণ কাজের চুক্তি স্বাক্ষরিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সময় খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের অকার্যকর ডকইয়ার্ডগুলো পরিচালনার দায়িত্ব নৌ বাহিনীকে দেওয়ার পর থেকে এই জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পেয়েছে। আর্ন্তজাতিক মানসম্পন্ন জাহাজ নির্মাণ ও মেরামতের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে।
তিনি আরও বলেন, সম্প্রতি নৌ-পথে নানা দুর্ঘটনার জন্য অনুমোদনহীন জলযান নিয়ে সামালোচনা হয়। তাই দুর্ঘটনা নিয়ন্ত্রণে মানসম্পন্ন জলযান তৈরি জরুরি হয়ে পড়েছে। এ কারণে নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে সাশ্রয়ী মূল্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিশ্বমানের ১৭টি টাগ বোট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জসহ রাজধানীর আশপাশের নদীগুলো অবৈধ দখল ও দুষণ রোধসহ সীমানা পিলার স্থাপনের কাজ দ্রুততার সঙ্গে চলছে। এই নদীগুলোকে পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে নৌপরিবহন মন্ত্রনালয় ও বিআইডব্লিউটিএ একযোগে কাজ করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে টাগ বোট কিল লেয়িং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরি, নৌ-বাহিনীর সহকারী প্রধান রিয়ার এডমিরাল এম শফিউল আজম ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
সারাবাংলা/এনএস
১৭টি টাগ বোর্ড নির্মাণ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সোনাকান্দা ডকইয়ার্ড