গতিশীল পুঁজিবাজার, ডিএসইতে গড় লেনদেন ২৪০৭ কোটি টাকা
১২ জুন ২০২১ ১৭:১৪ | আপডেট: ১২ জুন ২০২১ ১৭:১৫
ঢাকা: পুঁজিবাজারে লেনদেনে গতি ফিরেছে। কয়েক মাস আগেও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দৈনিক গড় লেনদেন ৫০০ কোটি টাকার নিচে নেমেছিলো। বর্তমানে তা বেড়ে আড়াই হাজার কোটি টাকা ছুঁইছুঁই করছে। সর্বশেষ গত সপ্তাহে (৬ থেকে ১০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ লেনদেন দিবসে ১২ হাজার ১৮৮ কোটি টাকার শেযার কেনাবেচা হয়েছে। এ সময়ে দৈনিক গড় লেনদেন হয়েছে ২ হাজার ৪০৭ কোটি টাকা।
অন্যদিকে, গত সপ্তাহের আগের সপ্তাহে (৩০ মে থেকে ৩ জুন) ডিএসইতে লেনদেন হয়েছিলো ১০ হাজার ২৫৮ কোটি টাকা। ওই সময়ে গড় লেনদেনের পরিমাণ ছিলো দুই হাজার ৫১ কোটি টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনেদেন বেড়েছে ৩৫৫ কোটি ৯১ লাখ টাকা।
ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে স্থিতিশীলতার জন্য সরকারের নানা উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)‘র দায়িত্ব নিয়েছে নতুন কমিশন।নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন উদ্যোগের ফলে পুঁজিবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীর আস্থা ফিরেছে। আর এই কারণে পুঁজিবাজারে তারল্য সংকট দূর হয়ে গড় লেনদেন বেড়েছে। সে সঙ্গে সূচকও ৬ হাজার পয়েন্টে ঘুরপাক খাচ্ছে।
এদিকে গত সপ্তাহ ডিএসইতে গড় লেনদেনের পাশাপাশি বেড়েছে সব সূচক, আর্থিক ও শেয়ার লেনদেন। সে সঙ্গে বেড়েছে বাজার মূলধন ও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। গত সপ্তাহের শুরুতে (৬ জুন) ডিএসই‘র বাজার মূলধন ছিলো ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি টাকা।
সপ্তাহ জুড়ে সূচকের ঊর্ধমুখীর কারণে ১০ জুন লেনদেনে শেষে ডিএসই’র বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৯৯০ কোটি টাকা।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ইনডেক্স ছিলো ৬ হাজার ৫৩ পয়েন্ট। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬ পয়েন্ট। গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে সূচক বেড়েছে তিন দিন কমেছে বাকি দু’দিন।
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২১১টির কমেছে ১৪২টির, ১৮টির শেয়ারের দামে কোনো পরিবর্তন আসেনি। এছাড়া ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।
সারাবাংলা/জিএস/এমও