গরু পারাপারে সহায়তা চেয়ে বিজিবিকে তারা বলেন ‘গণভবন থেকে এসেছি’
১২ জুন ২০২১ ১২:৫৪ | আপডেট: ১২ জুন ২০২১ ১৫:৪৯
লালমনিরহাট: শুক্রবার (১১ জুন) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট পানবাড়ী ক্যাম্পে উপস্থিত হন পাঁচ প্রতারক। এ সময় তারা ‘গণভবন থেকে এসেছি’ পরিচয় বিজিবির সিও’কে মেসেজ দিয়ে অবৈধপথে ভারতীয় গরু পারাপারের প্রস্তাব দেন। এরমধ্যে শেখ যুবরাজ নামে একজন নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাও দাবি করেন। ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় ওই প্রতারকদের আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
শুক্রবার (১১ জুন) রাতে বিজিবি পানবাড়ী ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে ওসি ওমর ফারুক বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- আলাউদ্দিন ভুইয়া সাগর, আশরাফ উদ্দিন, আজিজুল হক, রুহুল আমিন ও রফিক।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ( ওসি) ওমর ফারুক এ খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় লুনা হুমায়ন পারভীন নামে এক নারী নিজেকে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য পরিচয় দিয়ে মোবাইল ফোনে তদবির করেন।
সারাবাংলা/এএম