অ্যাম্বুলেন্স চাপায় দুই বন্ধুর মৃত্যু
১২ জুন ২০২১ ১১:১৭ | আপডেট: ১২ জুন ২০২১ ১১:২২
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে রোগীবাহী অ্যাম্বুলেন্সের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক রনি মিয়া (৩০)।
শনিবার (১২ জুন) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন শিবালয় উপজেলার দক্ষিণ পাচুরিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল আলিম (২৫) ও একই উপজেলার ছোট শাকরাইল গ্রামের দিনেশ হালদারের ছেলে দিপু হালদার (২৬)। এরা দুইজন ঢাকায় যাচ্ছিলেন।
আব্দুল আলিম ঢাকার আড়ংয়ের আউটলেটে ও দিপু হালদার ঢাকার তাঁতিবাজারে স্বর্ণের দোকানে কাজ করতেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, দুই যুবক মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। ভাটবাউর এলাকায় পৌঁছলে যশোরগামী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।
মনিরুল ইসলাম আরও জানান, অ্যাম্বুলেন্স চালক রনি মিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/একে