Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে বস্তিতে আগুন, পুড়ল শতাধিক ঘর

লোকাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২১ ১০:২৭ | আপডেট: ১২ জুন ২০২১ ১২:৩৮

টঙ্গী: গাজীপুরের টঙ্গীতে একটি বস্তিতে আগুন লেগে শতাধিক ঘর পুড়ে গেছে।

শুক্রবার (১২ জুন) গভীররাতে মিলগেট এলাকায় চুড়ি ফ্যাক্টরির পেছনে একটি টিনসেডে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের বস্তিতে ছড়িয়ে পড়ে। এতে শতাধিক বসতঘর ও কয়েকটি ঝুটগুদাম পুড়ে যায়।

স্থানীয়রা জানান, বস্তির বাসিন্দারা প্রথমে বালতি ও কলসিতে পানি ভরে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন বেড়ে যাওয়ায় তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, ৮টি ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সারাবাংলা/এএম

টঙ্গী টপ নিউজ বস্তিতে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর