Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষকে আশাবাদী করুন, সাংবাদিকদের তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২১ ২১:১৪

ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মানুষকে আশাবাদী করে তুলতে সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১১ জুন) রাজধানীর বিজয়নগরে ইআরএফ মিলনায়তনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম- বিএসআরএফ এর দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস আমাদের নিত্যসঙ্গী। করোনা মহামারির মধ্যেও অদম্য গতিতে দেশ এগিয়ে গেছে। মাথাপিছু আয়ে অনেক আগে পাকিস্তানকে পেছনে ফেলে আজ ভারতকেও ছাড়িয়ে গেছি। এই অদম্য পথচলার কথা মানুষের সামনে উপস্থাপন করতে হবে, তাহলেই মানুষ আশাবাদী হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘দীর্ঘ ১১ মাস কারাভোগের পর জনগণের আন্দোলনের মুখে ২০০৮ সালের ১১ জুন জননেত্রী শেখ হাসিনা এ দিন মুক্তিলাভ করেন। এদিনটি প্রকৃতপক্ষে গণতন্ত্রের মুক্তি দিবস।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আশাহীন মানুষ যেমন এগুতে পারে না, আশাহীন সমাজও তাই। গণমাধ্যম অবশ্যই সমাজের অসঙ্গতি তুলে ধরবে, সেই সঙ্গে জানাবে সাফল্য, উন্নয়ন, অগ্রগতির কথাও।’

তথ্যমন্ত্রী বলেন, ‘একসময় আমরা ধনী ছিলাম, যখন বিশ্ব অর্থনীতি কৃষিনির্ভর ছিল। এরপর বিশ্ব অর্থনীতি শিল্পনির্ভর হয়ে গেলে আমাদের থেকে কাঁচামাল নিয়ে প্রক্রিয়াজাত করে শিল্পোন্নত দেশগুলো আমাদের কাছেই শিল্পপণ্য বিক্রি শুরু করে। তারা অনেক এগিয়ে যায়। আমরা এই দৃশ্যপট পাল্টে দিতে চাই, আমরা আবারও সমৃদ্ধ দেশ হতে চাই। আর সে জন্য একযোগে সাংবাদিক সমাজের কাজ করা প্রয়োজন।’

বিজ্ঞাপন

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের সঞ্চালনায় সৈয়দ শাহনেওয়াজ করিম, শ্যামল সরকারসহ বিএসআরএফ এর সাবেক নেতা ও সদস্যরা সভায় অংশ নেন।

আগামী ১৩ জুন রোববার সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/জেআর/একে

তথ্যমন্ত্রী সাংবাদিক হাছান মাহমুদ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর