ফুপুকে খুন: ভাতিজির রূপার দোষ স্বীকার
১১ জুন ২০২১ ১৮:০৯ | আপডেট: ১১ জুন ২০২১ ১৮:১৮
ঢাকা: গুলশানের নর্দা এলাকায় ফুপু নিকিতা আক্তারকে (৪০) খুনের অভিযোগে দায়ের করা মামলায় ভাতিজি জেসমিন আক্তার রূপা আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।
শুক্রবার (১১ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রূপা।
এর আগে, জেসমিন আক্তার রূপাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম। সেখানে রূপা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। তার সম্মতির পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তার জবানবন্দি রেকর্ড করেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার ১০ জুন নর্দা কালাচাঁদপুর এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিকিতার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিকিতার ভাতিজি জেসমিন আক্তার রূপাকে আটক করে গুলশান থানা পুলিশ।
পরে নিকিতার পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় রূপাকে আসামি করা হলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।
আর ও পড়ুন-
শিলের আঘাতে ফুপুর মৃত্যু, ভাতিজি আটক
সারাবাংলা/এআই/টিআর