Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গুয়ার হাওরসহ সকল পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২১ ১৮:১২

সুনামগঞ্জ: জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট ও বারেকাটিলাসহ সকল ধরনের পর্যটন এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির এই আদেশ জারি করেন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সারাদেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সব ধরনের পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) তাহিরপুরের বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সারাদেশে থেকে এসব এলাকায় ঘুরতে আসা পর্যটকদের রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয়। এছাড়াও কোনো পর্যটক বহন না করার জন্য সকল নৌঘাটকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাহিরপুর থানার পুলিশ সহায়তায় করছে।

বিজ্ঞাপন

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, আজকে (শুক্রবার) উপজেলার পর্যটন এলাকায় বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে পর্যটকরা ঘুরতে আসে। যেহুতু দেশে করোনার প্রভাব দিন দিন বাড়ছে, সেজন্য তাহিরপুরের সকল পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। একইসঙ্গে পর্যটকদের আমরা রাস্তা থেকেই ফিরিয়ে দিচ্ছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, আমরা আজকে (শুক্রবার) থেকে তাহিরপুরের সকল পর্যটন কেন্দ্রের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি। কেউ যদি তা অমান্য করে পর্যটন এলাকায় ঘুরতে যায়, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনএস

করোনাভাইরাস টাঙ্গুয়ার হাওর পর্যটন এলাকায় নিষেধাজ্ঞা জারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর