Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, আজও সংক্রমণের হার ১৩% পেরিয়ে

সারাবাংলা ডেস্ক
১১ জুন ২০২১ ১৬:৩৬ | আপডেট: ১১ জুন ২০২১ ১৬:৫৬

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৩ জন, যা আগের দিনের তুলনায় বেশি। তবে এদিন নমুনা পরীক্ষার পাশাপাশি কমেছে সংক্রমণ। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিনের মতোই রয়েছে ১৩ শতাংশের বেশি।

এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ছাড়িয়ে গেল ৮ লাখ ২২ হাজার। এর মধ্যে করোনা সংক্রমণে মৃত্যু ছাড়িয়ে গেছে ১৩ হাজার।

বৃহস্পতিবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের চিত্র তুলে ধরা হয়েছে।।

নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমেছে

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আগের দিনের মতোই ৫১০টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব ল্যাবে ১৮ হাজার ৭৭৭টি নমুনা সংগ্রহ করে ১৮ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে ৬১ লাখ ৪৪ হাজার ৭৭৩টি নমুনা পরীক্ষা হলো।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কম। আগের দিন পরীক্ষা হয়েছিল ১৯ হাজার ৪৪৭টি নমুনা। নমুনা পরীক্ষার সঙ্গে সঙ্গে কমেছে সংক্রমণ। আগের দিন ২ হাজার ৫৭৬টি সংক্রমণ শনাক্ত হলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ২ হাজার ৪৫৪টি। এ নিয়ে টানা চতুর্থ দিন দুই হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হলো। গত ৩০ এপ্রিলের পর এই চার দিনেই কেবল ২ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।

নমুনা পরীক্ষা ও সংক্রমণ কমলেও সংক্রমণের হার কমেনি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের এই হার ছিল ১৩ দশমিক ২৪ শতাংশ। সার্বিকভাবে এই হার ১৩ দশমিক ৩৯ শতাংশ। আর গত ২৫ এপ্রিলের পর এই দুই দিনই সংক্রমণের হার ছিল ১৩ শতাংশের বেশি।

বিজ্ঞাপন

সুস্থতা-মৃত্যু বেড়েছে

করোনাভাইরাস সংক্রমণ থেকে আগের দিন সুস্থ হয়েঙছিলেন ২ হাজার ৬১ জন। সেখানে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। সার্বিকভাবে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯২ দশমিক ৫৯ শতাংশ সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যুও বেড়েছে। আগের দিন ৪০ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা ছিল ৪৩। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত ১৩ হাজার ৩২ জন মারা গেলেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৪৩ জন মারা গেছেন, তাদের ৩০ জন পুরুষ, ১৩ জন নারী। তাদের একজন মারা গেছেন বাসায়। বাকি ৪২ জনের মধ্যে ৩৬ জন সরকারি হাসপাতাল ও ৬ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

করোনায় মৃত্যুবরণকারী এই ৪৩ জনের মধ্যে সর্বোচ্চ ২৪ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এছাড়া ২১ থেকে ৩০ ও ৩১ থেকে ৪০ বছর বয়সী দুই জন করে মারা গেছেন।

এদিকে, এই ৪০ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জন রাজশাহী বিভাগের, দ্বিতীয় সর্বোচ্চ ১০ জন চট্টগ্রাম বিভাগের। এছাড়া ৮ জন মারা গেছে ঢাকা বিভাগে, ৭ জন মারা গেছেন খুলনা বিভাগে, ৪ জন রংপুর বিভাগে। দুই জন মারা গেছেন বরিশাল ও একজন ময়মনসিংহ বিভাগে।

সারাবাংলা/টিআর

করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

আরো

সম্পর্কিত খবর