মসজিদের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
১১ জুন ২০২১ ১৬:০৭ | আপডেট: ১১ জুন ২০২১ ১৬:০৮
ঢাকা: রাজধানীর মুগদা মান্ডার আল-হেরা মসজিদের ছাদ থেকে পড়ে আল আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ জুন) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করে।
মৃত আল আমিনের বাবা খোকন মিয়া জানান, তাদের বাসা মুগদা মান্ডার প্রথম গলিতে। আলামিন বেকার। বাসাতেই থাকতো। তবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো মসজিদে গিয়ে। তার মাথায় একটু সমস্যা ছিল।
তিনি আরও জানান, জুমার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে মান্ডা আল হেরা মসজিদে যায়। নামাজ শেষে মসজিদের ছাদে যায় আল আমিন। সেখান থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এক ভাই দুই বোনের মধ্যে আল আমিন বড়। তবে কিভাবে সে ছাদ থেকে পড়ে গেছে তা জানা যায়নি। তাদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বালিহাটি গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/একেএম