অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে এক পরিবারের ৩ জন আটক
১১ জুন ২০২১ ১৫:৩২ | আপডেট: ১১ জুন ২০২১ ১৫:৩৩
সাতক্ষীরা: সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় একই পরিবারে ৩ সদস্যকে আটক করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়ন। তাদেরকে সাতক্ষীরার ভোমরা বিওপি’র সীমান্ত থেকে আটক করা হয়।
আটকরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার পাটনীখালী গ্রামের মহাদেব মন্ডলের ছেলে ক্ষীতিশ মন্ডল (৩৫), পুত্রবধূ মুক্তা মন্ডল (২৬) ও ক্ষীতিশ মন্ডলের মেয়ে প্রেমা মন্ডল (১০)।
সাতক্ষীরা বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট প্রতিরোধে বিজিবি’র বিশেষ টহল বাহিনীর সদস্যরা অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় একই পরিকারের তিন সদস্যকে আটক করে। তারা প্রত্যেকে খুলনা জেলার নাগরিক।
তাদের সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেনটাইন সেন্টারে পাঠানো হয়েছে। কোয়ারেনটাইন শেষে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
সারাবাংলা/এমও