২য় দফায় চীনের উপহারের ৬ লাখ ডোজ ভ্যাকসিন আসছে ১৩ জুন
১১ জুন ২০২১ ১৩:১২ | আপডেট: ১১ জুন ২০২১ ১৫:২৭
ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে চীন সরকারের উপহার হিসেবে পাঠানো ছয় লাখ ডোজ ভ্যাকসিন বেইজিং এয়ারপোর্ট থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। দ্বিতীয় দফায় চীনের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো এই ভ্যাকসিন ১৩ জুন দেশে এসে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান।
শুক্রবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
হুয়ালং ইয়ান আরও জানান, আগামি ১৩ জুন চীনা ভ্যাকসিনেত ছয় লাখ ডোজ বাংলাদেশে পৌঁছাবে।
তবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি।
চীনের প্রথম দফা উপহারের মতো এটাও সিনোফার্ম-র ভ্যাকসিন। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) প্রথমে সিনোফার্ম-এর ভ্যাকসিনের অনুমোদন দিয়েছিল। সম্প্রতি ডাব্লিউএইচও-এর পর বাংলাদেশও দ্বিতীয় চীনা ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়৷
সারাবাংলা/এসবি/এসএসএ