কৃষিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন প্রায় ৮১ হাজার
১১ জুন ২০২১ ০১:২৮ | আপডেট: ১১ জুন ২০২১ ০১:৩৪
দেশের কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী সাতটি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ৮১ হাজার শিক্ষাথী। এই সাত বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১০ জুন) মধ্যরাত পর্যন্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনের সময়সীমা নির্ধারিত ছিল। এই সময়ের মধ্যে আবেদন জমা পড়েছে ৮০ হাজার ৯৩৩টি।
গুচ্ছ পরীক্ষার নীতিমালা অনুযায়ী, সাত বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৪১৯টি আসনের বিপরীতে ১০ গুণ, অর্থাৎ ৩৪ হাজার ১৯০ জন পরীক্ষার্থীকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। সে হিসাবে নির্ধারিত সময়ে এই সংখার দ্বিগুণেরও বেশি আবেদন জমা পড়েছে।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষার লিডিং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার বৃহস্পতিবার আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর সারাবাংলাকে বলেন, নীতিমালা অনুযায়ী আবেদনের শেষ দিন ছিল আজ (বৃহস্পতিবার)। এ পর্যন্ত মোট আবেদন আমরা পেয়েছি ৮০ হাজার ৯৩৩ জন শিক্ষার্থীর।
বশেমুরকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন মিয়া জানান, আবেদ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। তবে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবায় কিছুটা জটিলতা দেখা দিয়েছিল।
আবেদনের তারিখ বাড়ানো হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে বশেমুরকৃবি উপাচার্য বলেন, এখন পর্যন্ত আমরা এমন কোনো সিদ্ধান্ত নিইনি। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার বিষয়ে আমাদের আলোচনা করার সম্ভাবনা আছে।
সারাবাংলা/টিআর