টঙ্গীতে ঝুটের গুদামে আগুন, কাজ করছে ৬ ইউনিট
১০ জুন ২০২১ ২৩:১১ | আপডেট: ১০ জুন ২০২১ ২৩:২৩
টঙ্গী (গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ জুন) রাত ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের গোডাউনে আগুন লাগে।
স্থানীয়রা জানিয়েছেন, আগুন দেখে তারা টঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন বেড়ে যাওয়ায় রাজধানীর উত্তরা থেকে ফায়ার সার্ভিসের আরও দুইটি ইউনিট কাজে যোগ দেয়।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। রাত পৌনে ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়নি।
সারাবাংলা/টিআর